কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন দেশটির খনি মন্ত্রী লুইস ওয়াতুম এবং তাঁর প্রতিনিধিদল৷ সোমবার (১৭ নভেম্বর) কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ২৯ থেকে পিছলে যায় বিমানটি। দুর্ঘটনায় প্রাইভেট জেটটির পেটের অংশটা স্কিড করে এবং লেজের অংশে আগুন ধরে যায়।
স্থানীয় গণমাধ্যমসমূহের প্রতিবেদন বলছে, ২০ যাত্রী ওই বিমানে ছিলেন এবং সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে পারেন৷ তাঁরা প্রত্যেকেই সরকারি কর্মকর্তা বলে জানা যায়৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা বিমানের ভাঙা অংশ থেকে দুর্ঘটনার পর বেরিয়ে আসতে সক্ষম হন ৷ এই ভয়ঙ্কর দুর্ঘটনায় বেঁচে ফেরার পর যাত্রীরা জানান, বিমানটি রানওয়েতে স্কিড করে যাওয়ার পর তাঁরা ধোঁয়ায় ভরা কেবিন থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। ভিডিওতে দেখা চিহ্নের ওপর ভিত্তি করে বিমানটি অ্যাঙ্গোলান এয়ারজেটের বলে মনে করা হচ্ছে ৷ তবে সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে ৷

এদিকে, ডি আর কঙ্গোর খনন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিনিধিদলটি লুয়ালাবা প্রদেশে যাচ্ছিল। কালন্ডোতে একটি মারাত্মক খনি দুর্ঘটনার পরে সেখানে ৩২ জন নিহত হয়েছিলেন। সেই ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতেই ওই প্রতিনিধিদল সেখানে যাচ্ছিলেন বলে জানা যায় ৷


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন