রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৭:২১ পিএম

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ বলল হিজবুল্লাহ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৭:২১ পিএম

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম । ছবি- সংগৃহীত

হিজবুল্লাহ নেতা নাইম কাসেম । ছবি- সংগৃহীত

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছেন। তার দাবি, ইসরায়েল যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি সেটি এখন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হাসিল করার চেষ্টা করছে।

শনিবার (৪ অক্টোবর) লেবাননে হিজবুল্লাহর দুই নিহত কমান্ডারের স্মরণসভায় দেওয়া বক্তব্যে কাসেম বলেন, ‘আসলে, এই পরিকল্পনাটি বিপদে ভরা। এটি ইসরায়েলের প্রকল্প, যা তারা সামরিক আগ্রাসন, গণহত্যা ও অবরোধের মাধ্যমে করতে ব্যর্থ হয়েছে, এখন তা রাজনীতির পথে অর্জন করতে চায়।’

তিনি আরও বলেন, ইসরায়েল এই পরিকল্পনাকে ফিলিস্তিনের ভূমি দখল ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার কেড়ে নেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। তবে এটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধশক্তিগুলোই।

কাসেমের এই মন্তব্য আসে একদিন পর যখন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সতর্ক ইতিবাচক সাড়া দেয়। ট্রাম্পের প্রস্তাবে গাজায় বন্দি জিম্মিদের মুক্তি ও প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

হামাস জানায়, তারা প্রস্তাবের কিছু অংশকে স্বাগত জানালেও অন্য কিছু বিষয়ে আপত্তি রয়েছে, যা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। প্রস্তাবটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুমোদন করেছেন। এতে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা থেকে সংগঠনটিকে বাদ দেওয়ার দাবি তোলা হয়েছে, যা নিয়ে হামাস এখনো সরাসরি অবস্থান জানায়নি।

কাসেম বলেন, তিনি এই পরিকল্পনার বিশদে প্রবেশ করতে চান না, কারণ ‘শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে ফিলিস্তিনি প্রতিরোধ, হামাস এবং সংশ্লিষ্ট সব পক্ষই।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের অবশ্যই বৃহত্তর ইসরায়েল প্রকল্পের বিরোধিতা করতে হবে।’

‘বৃহত্তর ইসরায়েল’ বলতে এমন এক ধারণাকে বোঝানো হয়, যেখানে ইসরায়েল নিজেদের সীমা বাইবেলীয় বা ঐতিহাসিক মানচিত্র অনুযায়ী সম্প্রসারিত করতে চায়। এর মধ্যে আজকের জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই হিজবুল্লাহ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষে সীমান্তে রকেট হামলা চালিয়ে আসছে। ওই হামলার পর ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত দীর্ঘায়িত হয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সে সময় হিজবুল্লাহর তৎকালীন নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!