শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:২৪ পিএম

র‌্যাবের পিকনিকের গাড়ি-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২১

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০১:২৪ পিএম

দুর্ঘটনাকবলিত র‌্যাবের গাড়ি।   ছবি- সংগৃহীত

দুর্ঘটনাকবলিত র‌্যাবের গাড়ি। ছবি- সংগৃহীত

পটুয়াখালী সদরে র‌্যাব সদস্যদের পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক এএসআই আব্দুল হালিমসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। নিহত ও আহতদের সবাই র‌্যাবের গাড়িতে ছিলেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, র‌্যাবের একটি মাইক্রোবাস পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় পিকনিকের উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গাড়িচালক এএসআই আব্দুল হালিম (৩৫) মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে র‌্যাব সদস্যের পরিবারের দুই বছরের এক শিশু মারা যায়।

গুরুতর আহতদের উদ্ধার করে পটুয়াখালী সিএমএইচ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়, তবে ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধানসিঁড়ি পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। তারা দাবি করেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়, যার কারণে দুজনের মৃত্যু ঘটে বলে তাদের ধারণা।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একটি দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান জানান, ২০-২২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!