বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের প্রতিনিধি মো. আসাদুজ্জামান, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জি, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাই টিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, কালবেলার হাবিবুল বাশার ফরহাদ, সমকালের কিশোর কুমার, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সমাজের কথার সিরাজুল ইসলাম এবং সংবাদ প্রকাশের রিজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে সারা দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত কারও দায়িত্বশীল ভূমিকা নেই বলে তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাটে অতীতেও একাধিক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে, কিন্তু কোনো মামলারই বিচার হয়নি।
বক্তারা সাংবাদিক এএসএম হায়াত উদ্দীনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন