চট্টগ্রামের সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী ঝুঁকিমুক্ত ও নিরাপদে রাস্তা পারাপারের দাবিতে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য মহাসড়কে মানববন্ধন করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আরোহী ধাক্কা দিলে এক পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে এই স্থানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে একটি ফুটওভার ব্রিজ স্থাপন করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন