সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৬:২৮ পিএম

দুর্যোগে ক্ষতি কমাতে দরকার জনগণের প্রস্তুতি: ইউএনও

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৬:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

‘দুর্যোগের ক্ষতি এড়াতে জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনের একার পক্ষে দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়, এ জন্য জনগণের অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এ কথা বলেন।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।’

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের বাস্তব মহড়া। এতে দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয়, উদ্ধার কার্যক্রম ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। পরে উপজেলা পরিষদ মিনি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সাবরিনা শারমিন বলেন, প্রতিটি পরিবারকেই ছোট পরিসরে হলেও দুর্যোগ প্রস্তুতির মহড়া করা উচিত। ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা একসাথে কাজ করলে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর হবে। দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজন আগাম প্রস্তুতি ও সচেতনতা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ সাইদুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Link copied!