বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ১৫ বছর ধরে কথায় কথায় দেশপ্রেমের কথা বললেও দেশের হাজারো কোটি টাকা লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে—ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। ছাত্রশিবির মানুষের মাঝে এমন দেশপ্রেম গড়ে তোলে যেখানে কোনো জুলুম-নির্যাতন বা লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন, কিন্তু মূল কাজগুলো করতে হবে নিজেদেরই। আমরা আশা করি, আপনি সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবেন।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘ছাত্রশিবির স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এবং বাস্তবায়নে গাইডলাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা প্রয়োজন তা করবে।’
তিনি ছাত্রশিবিরকে নারীবিরোধী হিসেবে উপস্থাপন করার অভিযোগও খণ্ডন করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদেরকে সর্বাধিক গুরুত্ব দেয়। নারীর অধিকার রক্ষায় ইসলাম যেভাবে প্রচেষ্টা চালিয়েছে, ছাত্রশিবিরও তার অনুকরণে ছাত্রীবোনদের উন্নয়নে কাজ করে। এ ছাড়া হিন্দু ভাই-বোনদের পাশে ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও সাতক্ষীরা শহর শাখা। নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনার পাশাপাশি এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন