নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী অঞ্চলে ভারত থেকে নেমে এসেছে অসংখ্য নদী। এসব নদীর অনেক জায়গায় নেই কোনো সেতু। ফলে পারাপারে সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এইসব নদীতে স্থায়ী সেতু নির্মাণ হয়নি। এ কারণে এই জনপদের মানুষের কষ্ট যেন শেষই হচ্ছে না। তবে এবার এই এলাকার মানুষের কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নিজস্ব অর্থায়নে এসব নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করছেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের ঢেঁকনি এলাকায় তিনি নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণের কাজ উদ্বোধন করেন। সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় মাদ্রাসার শিক্ষক-ইমাম এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সেতুটি প্রায় ৮০ ফুটেরও বেশি লম্বা। উপজেলার লেংগুড়া, নাজিরপুর ও খারনৈ—এই তিন ইউনিয়নের সংযোগস্থল হিসেবে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন দুটি উচ্চবিদ্যালয়, চারটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা, একটি মন্দিরসহ প্রায় ২৫টি গ্রামের এক হাজার থেকে বারোশত মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও নড়বড়ে অবস্থায় থাকায় সেতুটি পারাপারে মানুষের জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল। সেতুটি নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন