মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি জলাশয় থেকে লক্ষ্মী রানী রাজবংশী (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দরগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী রাজবংশী মৃত যোগেশ রাজবংশীর স্ত্রী।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে রঞ্জিত রাজবংশী এবং ছেলের স্ত্রী পারবতী রাজবংশীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা লক্ষ্মী রানী রাজবংশী পুত্রবধূদের অবহেলার কারণে মূলত মেয়েদের বাড়িতেই বেশি থাকতেন। কয়েকদিন আগে তিনি ছেলের বাড়িতে আসেন। অভিযোগ উঠেছে, সেখানে ছেলে ও ছেলের স্ত্রীরা তাকে যথাযথভাবে দেখাশোনা করছিলেন না এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। পরে রাতের অন্ধকারে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ফেলে রাখা হয়।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ও পুত্রবধূকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন