বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০২:৩৩ এএম

৩০ ফুট গভীরে ক্যামেরা নামিয়েও মিলল না শিশু স্বাধীন, চেষ্টা অব্যাহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০২:৩৩ এএম

শিশু স্বাধীনকে উদ্ধার অভিযান এখনও চলছে। ছবি : সংগৃহীত

শিশু স্বাধীনকে উদ্ধার অভিযান এখনও চলছে। ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা বারবার নামিয়েও শিশুটির কোনো চিহ্ন মিলছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ও রাতে দুটি দফায় গর্তের ভেতর ক্যামেরা পাঠানো হলেও ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে কিছুই দেখা যায়নি। রাত সাড়ে ১২টা পর্যন্ত শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে স্বাধীন গর্তে পড়ে যায়। এরপর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ শুরু করে। শিশুটিকে অক্ষত অবস্থায় বের করে আনতে গর্তের পাশ থেকেই স্কেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ভিড় নিয়ন্ত্রণেও বেগ পেতে হচ্ছে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার অভিযান চলছে। আমরা এখনো শিশুটিকে দেখতে পাইনি। ক্যামেরা পাঠানো হলেও কোনো চিহ্ন মেলেনি। আমরা চাই তাকে অক্ষতভাবে উদ্ধার করতে। তবে সে বেঁচে আছে কি না, তাও নিশ্চিত নই। আশা করছি দুই-তিন ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করতে পারব।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস কাজ করছে, আইনশৃঙ্খলা বাহিনীও আছে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন, আমরা সেই প্রার্থনা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!