জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেছেন, “আমাদের দেশটিকে আগে ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগালে আমরা উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছাতে পারব। কিন্তু বহির্শত্রের আক্রমণ, আমাদের নিজেদের মধ্যে দুর্নীতির করালগ্রাস এবং নৈতিক মানের অবনতি—এইসব কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।”
সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ‘২৪ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদে তারা সংগ্রামী বীর হিসেবে স্মরণীয়। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন, হয়তো অন্যরা আগে ভাবত না। দেশের জন্য যে কল্পনা করেন সেই কল্পনার বাস্তবায়নের জন্য নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার ক্ষেত্রে ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।’
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসু জিএস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

-20251020195047.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন