সিলেটের জকিগঞ্জ থেকে আসার পথে ভারতীয় চা পাতাবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের সাতবাক মাদ্রাসা সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ চালানটি জব্দ করে কানাইঘাট থানা পুলিশ। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ওসি মো. আব্দুল আউয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। ভ্যানে থাকা ৮০ বস্তায় প্রায় ৪ হাজার কেজি ভারতীয় চা পাতা পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা। এ সময় কাভার্ড ভ্যানের চালককে ঘটনাস্থলেই আটক করা হয়।
চা পাতাগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মালিকের পরিচয় শনাক্তের পর তার নাম যুক্ত করে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমদানি-রপ্তানির বৈধ নথিপত্র ছাড়াই ভারতীয় চা পাতা বহন করায় এটি স্পষ্টতই চোরাচালানের ঘটনা। আমরা সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চা পাতার উৎস ও চক্রের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন