যশোরে সোহাগ হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ক্যান্টনমেন্ট কলেজের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
অচেতন চালক সোহাগ সদর উপজেলার হামিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ফাহিমসহ কয়েকজন জানান, রাস্তার পাশে ইজিবাইক চালক সোহাগকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার মুখে বিস্কুটের টুকরা লেগে ছিল। ধারণা করা হচ্ছে, চেতনানাশক মিশানো বিস্কুট খাইয়ে তাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ‘চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে সোহাগকে অজ্ঞান করা হয়েছে। বর্তমানে তিনি পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।’
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বলেন, ‘আরবপুর বাইপাসে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন