জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) এলাকার মূল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া (১৮) নামের এক যুবক নিহত হন। আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার পলি (২৪), চাঁন মিয়া (৬০) এবং আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে- সরিষাবাড়ী উপজেলার আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)। নিহত আরিফার পাঁচ বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে গেলেও দিগপাইত মোড়ে স্থানীয়রা সেটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন