চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ।
আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা বেশ ভালো যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। এশিয়া কাপের ফাইনালে ওঠার ব্যর্থতা বাদ দিলে টানা চারটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।
গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এরপর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের (২-১ ব্যবধানে) ইতিহাস গড়েছে তারা।
এশিয়া কাপের আগে তিন ম্যাচের সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ এবং সর্বশেষ আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
অন্যদিকে বিপরীত মেরুতে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান। টি-টোয়েন্টি ক্রিকেট খেলাটাই যেন ভুলতে বসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা!
টানা সিরিজ হারের মধ্যে আছে তারা। গত এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে মোট আটটি সিরিজ খেলে মাত্র একটিতে জিতেছে ক্যারিবিয়ানরা। গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আগে ও পরে শুধু হারের হতাশায় পুড়েছে তারা।
এমনকি আইসিসির সহযোগী সদস্য দেশ নেপালের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হারের দুঃস্মৃতির জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পরিসংখ্যানের হিসাবে চট্টগ্রামে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আছে ভিন্ন দুই মেরুতেই।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন