বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:৩৫ পিএম

পাটখড়ির হাট দেওয়ানগঞ্জ বাজার, লাভবান হচ্ছেন বিক্রেতারা

আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:৩৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই পাটখড়ির হাট। প্রতিদিন বিকেলে বসে এই হাট। আর তাই প্রতিদিন এই বাজার থেকে পাটখড়ি কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও।

প্রতিমণ পাটখড়ি বিক্রি হচ্ছে ৭শ থেকে ৮শ টাকা দরে। প্রতিটি আটি বিক্রি হচ্ছে ২ থেকে ৩শ টাকায়। গৃহস্থের চাহিদা অনুযায়ী বিক্রেতারা বিক্রি করছেন পাটখড়ি। দাম ও চাহিদা বেশি থাকায় লাভবান হচ্ছেন তারা।

রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর। জ্বালানি হিসাবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন ক্রেতা। জ্বালানি ছাড়াও পানের বরজে বাঁশের শলার বিকল্প হিসেবে পাটখড়ি ব্যবহার হয়ে থাকে। তাই পানের বরজের জন্যও পাটখড়ি কিনতে দূর-দূরান্ত থেকে আসেন পান চাষিরা।

প্রত্যন্ত চরাঞ্চলে উৎপাদিত পাটখড়ি দেওয়ানগঞ্জ বাজারে কৃষকরা নিয়ে আসেন বিক্রির জন্য। পাটখড়ি বিক্রি হচ্ছে ভালো, ভিড় বাড়ছে ক্রেতাদের। দাম বেশি পেয়ে খুশি বিক্রেতা। পাটখড়ি বিক্রি করে লাভবান তারা। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারা। প্রতিদিন বিকেলে বসে পাটখড়ির এই বাজার। ২৫ থেকে ৩০ হাজার টাকার পাটখড়ি বিক্রি হয় প্রতিদিন।

সরেজমিন দেখা গেছে, স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পাটখড়ি। মধ্যবাজারে বিশাল জায়গাজুড়ে পাটখড়ির ছোট-বড় আঁটি। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন বিক্রেতা পাটখড়ি নিয়ে আসেন বাজারে। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। প্রতিদিন পাটখড়ি ক্রয় করতে ট্রলি ও ভ্যান নিয়ে দূর-দূরান্ত থেকে আসছেন লোকজন।

উপজেলার খারুয়া, মহেষকুড়া, বিরাশী, হাটশিরা, নরেন্দ্রপুর, কুর্শা, কাকুরিয়া, কয়ারপুর, রাজাপুর, বেলতৈলসহ আশপাশের লোকজন আসছেন পাটখড়ি ক্রয় করতে।

বিরাশী গ্রামের আঃ বারেক, তাহের উদ্দিন, আঃ হান্নান, হাটশিরা গ্রামের শাহজাহান, আঃ খালেক এসেছেন স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি ক্রয় করতে। কথা হয় তাদের সাথে। তারা জানান, প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি বিক্রি হয় তাই কিনতে এসেছেন। 

চরমহেষকুড়া গ্রামের সাইফুল, মহেষকুড়া গ্রামের আবু তাহের বলেন, আমরা প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি আনি বেচার জন্য। ভালোই বিক্রি হয়। এতে আমরা লাভবান। ছয় মাসের জন্য এ ব্যবসা চলব অগ্রহায়ণ মাস পর্যন্ত।

স্থানীয় খারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও দেওয়ানগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, দেওয়ানগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে প্রতিদিন বিকেলে বসে পাটখড়ির হাট। স্বল্পকালীন পাটখড়ির এই ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। আশপাশের মধ্যে একমাত্র পাটখড়ি বিক্রির হাট এটি।

রূপালী বাংলাদেশ

Link copied!