নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকে সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহিদ মিয়া (৪২)। আহতদের মধ্যে শহিদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং চালকসহ দুজন আহত হন।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. শহিদ মিয়া বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন