রাতে বাড়ির পাশের বাজারে কেনাকাটা করছিলেন কৃষক রেজাফুল ইসলাম (৫০)। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন এবং তার সঙ্গে থাকা লালন মণ্ডল (৪৫) নামের আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত রেফাজুল রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন একই এলাকার কালু মাঝির ছেলে। দুজনেই স্থানীয়ভাবে কৃষিকাজ ও দিনমজুরির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাতের দিকে রেফাজুল ও লালন বাজারের একটি দোকানে কেনাকাটা করছিলেন। তখন মোটরসাইকেলযোগে আসা কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান রেফাজুল। গুলিবিদ্ধ লালনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে এলাকায় অজানা লোকজনের চলাফেরা বেড়েছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন