রাঙামাটির বৃহত্তর বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া এলাকায় মারিশ্যা জোন ২৭ বিজিবি একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জোন কমান্ডারের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস-এর নেতৃত্বে টহল দলটি নলবুনিয়া এলাকায় উপস্থিত হয়।
অভিযানের সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও চোরাকারবারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে ১৪৫ কার্টুন বিদেশি ব্র্যান্ডের সিগারেট (১৪৫০ প্যাকেট) এবং ট্রাক (ঢাকা মেট্রো-১৫-৯৩৮২) জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘আমরা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছি। বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাকারবারীরা তৎপরতা বাড়িয়েছে। তাই আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং টহল অভিযান অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।’
তিনি আরও জানান, জোন ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান দিনরাত পরিশ্রম করে চোরাচালান রোধে কাজ করছেন। পাহাড় এলাকায় এমন বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কোথা থেকে আসে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। জেলায় প্রতিদিনই কোনো না কোনো উপজেলায় বিদেশি সিগারেট জব্দ করা হচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন