দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান রূপালী বাংলাদেশকে জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ। ঘটনাস্থলেই তানজিনা বেগম (৫০), সাদিয়া শারমিন (১৫) ও ৭ বছরের একটি শিশু মারা গেছে। আর হাসপাতালে মারা গছেেন আরেকজন। তার পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন