শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:১৩ পিএম

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫, আহত অর্ধশতাধিক

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:১৩ পিএম

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্প। ছবি- সংগৃহীত

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্প। ছবি- সংগৃহীত

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘরের দেয়ালচাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কাজম আলী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া। এদিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে নাসির উদ্দীন (৬৫) ভূমিকম্পের সময় স্ট্রোক করে নিজ বাড়িতে মারা গেছেন।

এ ছাড়া নরসিংদীর গাবতলীতে বাসার দেয়ালচাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় আরও তিনজন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গাজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান (৪০) ভূমিকম্পের সময় কম্পনের ফলে গাছ থেকে পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিক্যালে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাস্তাই তার মৃত্যু হয়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান জানান, ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাকি একজনের মৃত্যুর বিষয়টি যাচাই করা হচ্ছে, পরে জানানো হবে বলে তিনি জানান।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এ ছাড়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, জেলা ও উপজেলায় কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তবে আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

ভূমিকম্পে নরসিংদীতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার প্রায় সব উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী শহরের অনেক ভবন ফেটে ও হেলে পড়েছে। পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব ও মাধবদীতেও বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনবাজার গ্রামের ইসহাক মিয়ার বাড়ি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রেও। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ভূমিকম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও তিনি জানান।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে।

দুপুরে জেলার গাবতলী এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম। এ সময় তিনি বলেন, ‘ভূমিকম্পে জেলায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। তবে যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে।’

Link copied!