চাঁদপুরের কচুয়ার বাইছারা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মানসিক ভারসাম্যহীন ছেলে মো. হোসাইনের (৩৫) দায়ের কোপে প্রাণ হারিয়েছেন তারই বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০)। ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনাটি এখনো কেউ ভাবতে পারছেন না।
স্থানীয়রা জানান, বিকেলের শান্ত পরিবেশ হঠাৎই রক্তাক্ত হয়ে ওঠে। পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। ঘরে থাকা ধারালো দা হাতে তুলে নিজের বাবার ওপর একের পর এক আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যেই আব্দুল খালেক মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
বড় ছেলে নোমান সরকারের কণ্ঠে এখনো অবিশ্বাস আর শোক। তিনি বলেন, ভাই যে মানসিকভাবে অসুস্থ ছিল, সেটা আমরা জানতাম। কিন্তু বাবাকে এভাবে হত্যা করবে, কখনো কল্পনা করিনি। পুরো পরিবার ভেঙে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, রক্তাক্ত লাশটি দেখে আমরা সবাই স্তব্ধ হয়ে যাই। এমন নৃশংস ঘটনা আমাদের এলাকায় এর আগে কখনো ঘটেনি।
অপরদিকে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, ঘটনার পর পালানোর চেষ্টা করলেও স্থানীয় জনতা হোসাইনকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন