শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১০:২৭ পিএম

যেখানেই যাই শুনি ‍‍`ভাইপুত আইসসি‍‍`: হুমাম কাদের চৌধুরী 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১০:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনস্থ কাদের নগরে এ সভা অনুষ্ঠিত হয়।

ভিপি আনছুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান ছিলেন হেফাজতে ইসলামের আমির ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সভায় বক্তব্য রাখেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফয়জুল কাদের চৌধুরী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

হুমাম কাদের চৌধুরী বক্তব্যের শুরুতেই নারায়ে তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে বলেন, আপনারা জানেন আমি বক্তব্য রাখার শেষে তাকবির দিই। আজকে মন শান্ত করার জন্য শুরুতে দিলাম। মঞ্চে বসে বড় ভাইয়ের কথা শুনে অনেকক্ষণ কেঁদেছি। কারণ আব্বা হারানোর পরে এই পরিবারের আপনারা যারা আছেন একজন আরেকজনকে ধরে টুক টুক করে এগিয়ে এসেছি এই মঞ্চ পর্যন্ত। আপনাদের দোয়া যদি না থাকত, হয়তো আটকে বছর আয়না ঘরে পড়ে থাকতাম আমি।

তিনি বলেন, আজকে রাজনৈতিক বক্তব্য রাখার সময় নয়, আমার ভাই আপনাদের বলেছে, বাবার সাথে শেষ মুহূর্তগুলো কি রকম ছিল আমাদের। বাবাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাদের জন্য কোনো বার্তা আছে কি-না। বাবা অনেকক্ষণ নীরব থেকে আমার দিকে তাকিয়ে বললেন, চিটাগাঙ্গে গিয়ে চিটাগাঙ্গের মানুষকে বলবা, 'যে সম্মান যে ভালোবাসা তারা আমাকে ৪০ বছর দিয়েছে, যদি সম্ভব হতো আমার কলিজাটা তাদের দিয়ে দিতাম। এখান থেকে কিছু গজ দূরেই আব্বার কবর হওয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম আব্বাকে এখানে কবর দেওয়ার জন্য নিয়ে আসতে।

তিনি আরও বলেন, আজ এখানে আমার আম্মা আছেন, উনি সেই সময় মঞ্চে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেছিলেন, যে 'আমার স্বামী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে, 'সে যদি পারত তার কলিজাটা চট্টগ্রামের মানুষকে দিয়ে দিত।' আজকে আমি বলতে চাই, আমার স্বামী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আসলেই তার কলিজার একটা টুকরো আপনাদের দিয়ে গেছে তা হলো হুমাম কাদের চৌধুরী। 

তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে দাদা সম্বোধন করে বলেন, আজ হেফাজতের প্রধান আপনাদের সামনে বলে দিলেন, যে সালাউদ্দিন কাদের চৌধুরী এখন জান্নাতবাসী'।'

সালাউদ্দিন কাদের চৌধুরীকে 'ভাইজান' ডাকার উক্তিটি মনে করিয়ে তিনি আরও বলেন, আজকে আমি ষখন রাঙ্গুনিয়ার মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, এবং উঠান বৈঠকে গিয়ে সালাম দিয়ে বলি প্রিয় ভাইয়েরা, তখন ভাই আমি খুঁজে পাইনা, সব দেখি আমার চাচার বসে আছে। বয়স যেটাই হোকনা কেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলের 'ভাইজান' ছিলেন। এখন যা দেখছি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের জন্য সবাই এক নাম দিল 'ভাইপুত'। যেখানেই যাই শুনি 'ভাইপুত আইস্সি'। 

কিছু চাইতে আসিনি, খালি দিতে এসেছি, প্রতিশ্রুতিকে নাটক উল্লেখ করে তিনি বলেন, আজকে আমি চাইতে এসেছি। রাঙ্গুনিয়ার মানুষ ফেব্রুয়ারি মাসে প্রমাণ করে দেবে, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন, এটা ভোটের মাধ্যমে আমরা নির্ধারণ করব। তাই আজকে আমারা ভোট চাচ্ছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের জন্য এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য।

লড়াই চালিয়ে যাওয়ার ওয়াদা করে হুমাম কাদের চৌধুরী বলেন, আজকে আপনাদের থেকে আমি ওয়াদা দিতে চাই, 'যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে আমরা নির্দোষ প্রমাণ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে।'

সর্বশেষে তিনি বলেন, আমি যখন বাবার সাথে দেখে করতে কারাগারে যেতাম, তখন বাবা রাঙ্গুনিয়ার একজন একজন করে ব্যক্তির নাম ধরে জিজ্ঞেস করতে তাদের কি অবস্থা? আমি বলতাম, কারাগারে বসে এখনো রাঙ্গুনিয়া নিয়ে চিন্তা করো। উত্তরে বাবা বলতেন, আমি আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী হতে পেরেছি, এই রাঙ্গুনিয়াবাসীর কারণে, এদের ভালোবাসার কারণে আজকে আমি নেতা হয়েছি।

সভায় মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এর আগে, সপরিবারে রাউজানের গহিরস্থ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর নিজ বাসভবনে প্রথমবার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ভিড়ে লোকে লোকারণ্য পরিণত হয় রাঙ্গুনিয়ার কাদের নগরস্থ সালাউদ্দীন কাদের চৌধুরীর বাসভবন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!