নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে রোববার (২৩ নভেম্বর) বিকেলে আফাজিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা জনগণের মনোভাব বিবেচনা করে প্রার্থীর পরিবর্তনের আহ্বান জানান।
পথসভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে চূড়ান্ত দলীয় মনোনয়নের দাবিও জানানো হয়।
বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মতামত বিবেচনা করে নোয়াখালী-৬ আসনে প্রার্থীর পরিবর্তন করলে তা সবাই মেনে নেবেন।’
সভায় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন