পাবনার ভাঙ্গুড়া উপজেলার রাস্তায় রাস্তায় গলায় সাপ পেঁচিয়ে টাকা উত্তোলন করছেন বেদে সম্প্রদায়ের এক নারী। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভাঙ্গুড়া বাজারে এ দৃশ্য দেখা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে টাকা চাইছেন ওই নারী। এর ফলে ছোট-বড় সব বয়সী মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন।
সাপের ভয়ে অনেকে টাকা দিতে বাধ্য হচ্ছেন। তবে এ নারী টার্গেট করছেন মূলত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের। গলায় জড়িয়ে রেখে আবার কাঠের ছোট বাক্সের মধ্য থেকে সাপের মাথা বের করছেন। এ সময় সাপ তার জিহ্বা নাড়ানোর কারণে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। এরপর পথ আগলে দাবি করা হচ্ছে টাকা। চাহিদামতো টাকা না দিলে ছেলেদের শার্ট আর মেয়েদের ওড়না টেনে ধরা হচ্ছে। অনেক পথচারী সাপের ভয় থেকে বাঁচতে টাকা দিতে বাধ্য হন।
বেদে সম্প্রদায়ের ওই নারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের কাছ থেকে টাকা না তুললে খাব কি। আয়-উপার্জনের ভিন্ন কোনো পথ জানা নেই জানিয়ে জানান, তাই সাপ দেখিয়ে টাকা নেন। প্রতিদিন তার আয় হয় পাঁচ থেকে ছয়শ টাকা। এ টাকা দিয়েই কোনোমতে সংসার চলে তার।
ভাঙ্গুড়া বাজারের দোকানদাররা জানান, সাপ দেখলে সবাই কমবেশি ভয় পায়। ৪০ বছর বয়সী এক নারী সাপ নিয়ে দোকানে প্রবেশ করে টাকা দাবি করলে আমরা দিয়েছি। এভাবে জনসমক্ষে সাপ নিয়ে ঘুরে বেড়ানো উচিত নয়।
ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকার বাসিন্দা ও শিক্ষার্থী শেখ শফিউল্লাহ কাওছার বলেন, ভাঙ্গুড়া বাজারের মৌচাক সিনেমা হলের সামনে দিয়ে যাওয়ার পথে হঠাৎ গলায় সাপ পেঁচানো এক নারী সামনে দাঁড়ায়। ধমকের সুরে কথা বলতেই অশালীন অঙ্গভঙ্গি করা শুরু করে টাকা চায়। সে সময় কমপক্ষে ১০ টাকা দিতে হয়। এমন বিব্রত পরিস্থিতির একটা সমাধান দরকার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন