বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে চটচর বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাকলিয়ার হাফেজ নগর এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম বলেন, ‘দেশ বাঁচাতে মানুষের ভোটই বড় শক্তি। বিএনপির রাজনীতির ভিত্তি মানুষ—তাই ধানের শীষে জনগণের ভোটই পরিবর্তনের মূল চাবিকাঠি।’
তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষকে সংগঠিত করতে হবে এবং বিএনপির প্রস্তাবিত ৩১ দফা দেশ পুনর্গঠনের নতুন রূপরেখা হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আজমির। সঞ্চালনা করেন মো. হেলাল এবং মো. রবিউল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: নগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব, নগর বিএনপির নেতা শাহজাহান সিরাজ, থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.আই. চৌধুরী মামুন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সেলিম, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ইউনূস, সদস্য সচিব আলী আজগর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, সদস্য এড. শাহেদ ও রওশন বিন আমিন, পাশাপাশি ১৯ নং ওয়ার্ডের নেতা মো. সেকান্দর ও এ.টি.এম. তৈয়ব।
এ ছাড়া উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-যোগাযোগ সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাফর এবং ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইউনুছ।
স্থানীয় নেতারা জানান, শীতবস্ত্র বিতরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, নাগরিক দায়িত্বের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক প্রচেষ্টা। ভবিষ্যতে আরও বড় পরিসরে সহায়তা কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করেন তারা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন