মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:৩৬ এএম

ইসরায়েলি হামলায় নিহত কে এই হাইথাম আলী তাবতাবাই?

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:৩৬ এএম

ইসরায়েলি হামলায় নিহত কে এই হাইথাম আলী তাবতাবাই?

শীর্ষ এই কমান্ডারের মাথার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় রোববার কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ। কয়েক সেকেন্ডেই ধূলিসাৎ হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহনও। প্রাণ হারান সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাইথাম আলি তাবাতাবাইসহ বেশ কয়েকজন। আহত হয়েছেন আরও অনেকে। অ্যাম্বুলেন্সের শব্দে ভারি হয়ে ওঠে চারপাশ। তাকে হত্যার লক্ষ্যেই হামলার দাবি ইসরাইলের। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির পর শর্ত লঙ্ঘন করে তাবাতাবাই হিজবুল্লাহকে শক্তিশালী করতে অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন বলেই টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আইডিএফ হিজবুল্লাহর সশস্ত্র প্রধান আলি তাবাতাবাইকে হত্যা করেছে। তার হাত অনেক ইসরায়েলি এবং মার্কিনের রক্তে রঞ্জিত ছিল। যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার জন্য ৫ মিলিয়ন ডলার নগদ পুরস্কার ঘোষণা করেছিলো। আমি আশা করি লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি পূরণ করবে। না হলে হুমকি মোকাবিলায় হিজবুল্লাহর শক্তি-ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠায় বাধা দেয়ার জন্য আমরা যা কিছু করা প্রয়োজন তাই করবো।’ইসরাইলের হামলায় সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিজবুল্লাহ জানায়, হামলা চালিয়ে গুরুতর সীমা লঙ্ঘন করেছে ইসরাইল। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর থেকেই তা লঙ্ঘন করে আসছে ইসরায়েল হামলা চালিয়ে আসছে। সম্প্রতি আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে। এমনকি লেবানন সরকার আলোচনার জন্য রাজি হওয়ার দু’দিন পর বৈরুতে ভয়াবহ হামলা চালালো ইসরায়েলি বাহিনী। যার কারণে এবার হিজবুল্লাহ-ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রায় সংঘাত উত্তেজনা তৈরির শঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ নেতা আলী আম্মার বলেন, ‘গত বছর আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় এ) বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় অনেকগুলো ভবন।

ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। হামলার পরই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। হিজবুল্লাহ পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে ‘মহান’ কমান্ডার হিসেবে প্রশংসা করে বলে, ‘তিনি তার পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিলেন।’ ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের নভেম্বরের মধ্যে সংঘটিত যুদ্ধের সময় ইসরায়েল ইতিমধ্যেই ইরান-সমর্থিত হিজবুল্লাহর বেশির ভাগ নেতৃত্বকে হত্যা করেছে, তখন মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। লেবাননের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের মতে, তাবতাবাই লেবাননে জন্মগ্রহণ করেন। তার বাবা ইরানি বংশোদ্ভূত এবং মা লেবানিজ। তিনি হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না, তবে তিনি হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের অংশ ছিলেন। যারা সিরিয়া ও ইয়েমেনে তার মিত্রদের সঙ্গে লড়াই করার জন্য এই গোষ্ঠীতে মোতায়েন ছিলেন বলে সূত্রটি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাবতাবাই ১৯৮০-এর দশকে হিজবুল্লায় যোগ দিয়েছিলেন এবং বেশ কয়েকটি উচ্চপদস্থ পদে অধিষ্ঠিত ছিলেন। যার মধ্যে ছিল তাদের রাদওয়ান বাহিনী, একটি অভিজাত যুদ্ধ ইউনিট।

লেবাননে স্থল আক্রমণের আগে ইসরায়েল গত বছর বেশির ভাগ রাদওয়ান নেতাকে হত্যা করেছিল। গত বছরের যুদ্ধের সময় তাবতাবাই হিজবুল্লাহর অপারেশন বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন এবং অন্যান্য শীর্ষ কমান্ডাররা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে তার পদমর্যাদা বৃদ্ধি পেয়েছিল বলে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাবতাবাইকে চিফ অব স্টাফ নিযুক্ত করা হয় এবং বিবৃতি অনুসারে, ‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি পুনরুদ্ধারের জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন।’ লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, অন্যান্য শীর্ষ হিজবুল্লাহ কর্মকর্তা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে তাবতাবাইকে দ্রুত পদোন্নতি দেওয়া হয়েছিল এবং গত বছর তাকে চিফ অব স্টাফ নিযুক্ত করা হয়েছিল। ইসরায়েলের একটি নিরাপত্তা গবেষণা ও শিক্ষাদান সংস্থা আলমা সেন্টার জানিয়েছে, সিরিয়া এবং লেবাননের যুদ্ধের সময় তাবতাবাই অন্যান্য ইসরায়েলি আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলেন।

বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের রায় দিয়েছে ইয়েমেনের হুথি সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!