ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হলেও ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মিষ্টি হাসি, প্রাঞ্জল অভিনয়শৈলী এবং চরিত্রের সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতার কারণে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন তিনি। নাটক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনে শক্তিশালী উপস্থিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের শুরু দিকে তটিনীর ঘন ঘন কাজ প্রকাশ পেত। তবে সম্প্রতি তার কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। কারণ, তিনি চান প্রতিটি কাজের গুণগত মানের দিকে বেশি মনোযোগ দিতে এবং ভালো গল্প ও চরিত্রের সঙ্গে সময় নিয়ে যুক্ত থাকতে।
তটিনী বলেন, ‘আগে অনেক ঘন ঘন কাজ করা হতো। এখন কম কাজ করার কারণ, আমি পরিমাণের চেয়ে কাজের গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন আমি চাই ভালো গল্প ও চরিত্রে একটু সময় নিয়ে কাজ করতে।’
তিনি আরো বলেন, ‘এমন প্রোডাকশন করতে চাই না, যেখানে চরিত্রের কোনো সামঞ্জস্য নেই। আমার কাছে সবসময় মনে হয়, অভিনয় দক্ষতা এবং প্রতিভা যদি থাকে বা আপনি যদি পরিশ্রমী হন দীর্ঘ সময় ধরে টিকে থাকার ক্ষমতা অনেক বেশি থাকবে।’
সম্প্রতি ওটিটিতে নতুন একটি কাজ করেছেন তটিনী। শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’ প্রকাশের পর প্রশংসায় ভাসছেন জানিয়ে বলেন, ‘তোমার জন্য মন আমার করা নতুন একটি কাজ। কোনো কাজ প্রকাশের আগে আমার কখনো ভয় লাগে না, এই কাজটা প্রকাশ হওয়ার আগে খুব ভয় কাজ করছিল আমার মধ্যে। দর্শকদের অনেক প্রশংসা পেয়েছি চরিত্রের জন্য, গল্পের জন্য।’
অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন প্রায়ই শোনা যায়। আর এই গুঞ্জনকে উড়িয়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘আপনি যদি কিছু না করে থাকেন, তাহলে কোনো ভয় থাকবে না। আমরা শুরুতে একটু ভয় পেতাম, এটা ব্যাকফায়ার কিংবা পার্সোনালি ইমেজ ক্ষুণœ করে কিনা! পরে আমাদের মনে হলো মানুষ যদি এটা বলে আনন্দ পায়, পাক- সমস্যা নেই।’
সেইসঙ্গে এই অভিনেত্রী জানালেন ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। বললেন, ‘ইয়াশ ভাইয়ার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। কিন্তু বন্ধু যে বিষয়টা, ওই রকম আসলে ইন্ডাস্ট্রিতে কেউ নেই।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন