জয়পুরহাটের পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১৯ হাজার ৭০ পিস ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
মংলা বিশেষ বিজিবি ক্যাম্পের সদস্যরা সোমবার (২৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাওতালপাড়া সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা পলিথিন ব্যাগে মোড়ানো ইঞ্জেকশনগুলো মালিক বিহীন উদ্ধার করে হিলি কাস্টমসে জমা দেন। উদ্ধারকৃত ইঞ্জেকশনের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৯৫ হাজার ৫ শত টাকা।
বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকা মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন