ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সৈয়দ আশরাফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এই দল নরসিংদী সদর, মাধবদী এবং পলাশ উপজেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
এ সময় পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম সরকার উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সৈয়দ আশরাফ হোসেন বলেন, ‘সকাল থেকে নরসিংদী সদর, মাধবদী এবং বিকেলে পলাশ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছি। আমাদের দেখা অনুযায়ী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পলাশ উপজেলা।’
তিনি আরও বলেন, ‘এখানে সরকারি-বেসরকারি বহু স্থাপনায় ফাটল দেখা গেছে। আমরা এসব তথ্যের একটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবো।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন