পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার অগ্রযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপালী বাংলাদেশ পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ, যিনি গত এক বছরে মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ ও পত্রিকার স্থানীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাভিশন পঞ্চগড় জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সফিকুল আলম, এসএ টিভির কামরুজ্জামান টুটুল, দৈনিক মানবজমিনের সাবিবুর রহমান সাবিব, দৈনিক করতোয়া প্রতিনিধি শামসুদ্দিন কালাম, এখন টেলিভিশন পঞ্চগড় জেলা প্রতিনিধি লুৎফর রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন রনিক, ৭১ টেলিভিশন পঞ্চগড় জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ইনকিলাব পঞ্চগড় প্রতিনিধি সম্রাট হুসাইন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মো. রকি, আর টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ হারুন, রাইজিংবিডির জেলা প্রতিনিধি মো. নাঈম, পঞ্চগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বদরুজ্জামান বাঁধনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্র যেকোনো এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রূপালী বাংলাদেশ গত এক বছরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ চালিয়ে যাবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক, জেলা প্রতিনিধি, প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি রূপালী বাংলাদেশের অগ্রগতি, সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পঞ্চগড়ে গণমাধ্যমের পরিসর বিস্তারে রূপালী বাংলাদেশের উদ্যোগকে সাংবাদিকরা ইতিবাচকভাবে স্বাগত জানান।

-20251126135433.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন