চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা এ প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সভায় স্থানীয় কৃষকরা বলেন, ‘আমরা কৃষক। কৃষিনির্ভর বাংলাদেশকে কৃষিহীন করার ষড়যন্ত্র চলতে দেব না। আমাদের কৃষিজমি আমাদের অস্তিত্ব। বালু উত্তোলনের কারণে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে এবং নদীর পাড় ভাঙার ফলে ফসলি জমি বিলীন হয়ে যাবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষিজমি ধ্বংস ও ব্যক্তিগত জমি দখল করতে পারবে না।’
মানববন্ধনের শেষে এলাকাবাসী ও কৃষকরা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সৈয়দপুর ইউনিয়নের আশপাশের কয়েকটি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু প্রভাবশালী মহল। এ নিয়ে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মানববন্ধন শেষে তারা নদী ও কৃষি জমি রক্ষার জন্য দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলও করেছে।
এ ছাড়া, গত সোমবার সকালে একদল ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলনকারী চক্র কৃষিজমি দখল ও মাটি ভরাটের চেষ্টা করলে স্থানীয় কৃষক ও গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। জনরোষের মুখে তারা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন