ফেনীর দাগনভূঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিলোনিয়া ও বেকেরবাজারে গণসংযোগ শেষে তুলাতুলি বাজারে পৌঁছাতে যাওয়ার সময় পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার নিজ উপজেলা দাগনভূঞা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আগমনকে কেন্দ্র করে বিকালে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে বরণ করেন দলীয় সমর্থকরা।
বহরটি ফেনীর ফতেহপুর হয়ে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া ও মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার অতিক্রম করে উপজেলা শহরে পৌঁছার আগেই মহাসড়কের উপর বেশ কয়েকটি বালুর ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরুদ্ধ করে বিএনপির অপর একটি অংশ।
এক পর্যায়ে পুলিশী সহযোগিতায় ওই ট্রাকগুলো সরিয়ে মিন্টুর গাড়িবহর ফেনী-মাইজদী মহাসড়ক দিয়ে তুলাতুলীর দিকে যাওয়ার সময় পেছনের দিকে হামলা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেছেন, জেলা বিএনপির নেতাদের সহায়তায় বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের লোকজন এ হামলা চালিয়েছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আকবর হোসেন আরও জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক সদ্য কারামুক্ত হওয়ায় তার গ্রুপের নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঁইয়া জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে সংবর্ধনা সভার আয়োজন করেন।
এ সময় আব্দুল আউয়াল মিন্টুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাড়ি বহর আটকা পড়ে। পরে পুলিশ এসে ট্রাক সরিয়ে দিলে তারা পরবর্তী সভার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বহরে থাকা নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটে।
অভিযুক্ত কাজী জামসেদুর রহমান ফটিক হামলার বিষয়টি অস্বীকার করে জানান, আকবর হোসেনের লোকজনের হামলায় আমাদের ৮ জন আহত হয়েছে।
এ ব্যাপারে দাগনভূঁইয়া থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনা শুনেছি, তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন