চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বাসের চাপায় পিষ্ট হয়ে ঝরে গেল ছয় বছরের শিশু মারজিয়ার জীবন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মারজিয়ার নানী নাজমা বেগমও।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পশ্চিম বাজারের শেরাটন হোটেলের সামনে পদ্মা পরিবহনের একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায়। নিহত মারজিয়া প্রবাসী মানিকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারজিয়া নানীর সঙ্গে হাজীগঞ্জে এসেছিল। ফেরার পথে নানীর হাত ধরেই হাঁটছিল। হঠাৎ দ্রুতগতির বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় মারজিয়া ঘটনাস্থলে নিহত হয়েছেন, গুরুত্বর আহত হয়েছেন নানী। স্থানীয়রা বাসটিকে ধাওয়া দিয়ে ধরে বাসচালককে আটক করে।
আটক বাসচালক আব্দুল হান্নান জানান, তিনি মূলত বাসের সুপারভাইজার ছিলেন। ড্রাইভিং করছিলেন মনোযোগহীন অবস্থায়। দুর্ঘটনার মুহূর্তে শিশুটি বা তার নানীকে তিনি দেখতে পাননি।
বাসের এক যাত্রী জানান, কুমিল্লা থেকে রওনা হওয়ার পর থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্কে লিপ্ত ছিলেন। দুর্ঘটনার আগে এক নারী ও এক পুরুষ যাত্রীর সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, পদ্মা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। জনতার সহায়তায় চালক হান্নানকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন