নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এটিআই প্রাঙ্গণে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো: ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করা, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান হিসেবে গঠন করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নিশ্চিত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।
এটিআই শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল হান্নান হৃদয় বলেন, সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই আমরা আট দফা দাবি চূড়ান্ত করেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছি।
সরকার থেকে এখনও কোনো নোটিশ না আসায় নোয়াখালী এটিআই শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি চালাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য আন্দোলন চালাচ্ছি।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ৮ম পর্বের শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, সাবেক ক্যাম্পাস ভিপি রায়হান খান, শিক্ষার্থী রিয়াদ হোসেন, বর্তমান ক্যাম্পাস ভিপি ফয়সাল মাহমুদ শুভ, শিক্ষার্থী নওরিন হাসানসহ প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন