শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০২:৩৩ পিএম

পেট্রোল বোমা হামলা দুই সরকারি অফিসে, দলিলপত্র পুড়ে ছাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০২:৩৩ পিএম

এতে অসংখ্য গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র আগুনে পুড়ে গেছে।  ছবি- সংগৃহীত

এতে অসংখ্য গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র আগুনে পুড়ে গেছে। ছবি- সংগৃহীত

মাগুরার সাব-রেজিস্ট্রারের কার্যালয় এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অসংখ্য গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র আগুনে পুড়ে গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ভোরে দুর্বৃত্তরা মাগুরা সাব-রেজিস্ট্রার অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অফিসের একটি কক্ষে আগুন ধরে যায়। পাশাপাশি পাশের কয়েকটি দলিল লেখকের কক্ষে সংরক্ষিত বহু মূল্যবান দলিল আগুনে পুড়ে যায়।

একই সময়ে ভোররাতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ভূমি অফিস ভবনের নিচতলার একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

হকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুষ্কৃতিকারীরা ভবনের পেছন দিকের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার, আসবাবপত্র এবং জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মাগুরা থানার ওসি জানান, সাব-রেজিস্ট্রার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একের পর এক পেট্রোল বোমা হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা নিক্ষেপে ব্যবহৃত বোতল জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে

রূপালী বাংলাদেশ

Link copied!