শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:০৫ পিএম

মাদক অভিযানে ৪ জনকে ধরে ১ জনকে চালান

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:০৫ পিএম

ভূঞাপুর থানা। ছবি: রূপালী বাংলাদেশ

ভূঞাপুর থানা। ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানের সময় ৪ জন মাদকাসক্ত যুবককে হাতেনাতে আটক করা হলেও রহস্যজনকভাবে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কেবল মো. রিপন শেখ নামের ১ জনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি শুক্রবার বিকালে রায়ের বাশালিয়া এলাকা থেকে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার চরবামনহাটা এলাকায় এসআই শরীফ হায়দার আলী ও এএসআই অন্তর কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। মাদক সেবনের সময় চারজনকে আটক করা হলেও পরে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

মো. রিপন শেখকে ২০০ গ্রাম গাঁজা সহ আটক দেখিয়ে মামলা দায়ের করা হয় এবং শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার পর স্থানীয়রা পুলিশের এই আচরণে ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূঞাপুর থানার ফেসবুক পোস্টে একজনকে আটক দেখানোর পর মানুষ প্রশ্ন তুলেছেন হাতেনাতে ধরার পরও তিনজনকে ছেড়ে দেওয়ার কারণ কী? এবং “আইন কি সবার জন্য সমান নয়?”

এসআই শরীফ হায়দার আলী বলেন, চারজন মাদক সেবনের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কেবল একজনের কাছে মাদক পাওয়া গেছে। তাই শুধু তাকে আটক করা হয়েছে। বাকি তিনজনের কাছে মাদক পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই এবং কোন তদবির নেই। বাকি তিনজনের কাছে মাদক না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের কার্যক্রম সবসময়ই সুনির্দিষ্ট এবং কঠোর।

স্থানীয়দের মতে, এমন ঘটনা মাদকবিরোধী অভিযানের প্রতি মানুষের আস্থা কমাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!