নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল ভবনে গ্যাসলাইন লিকেজে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।
দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। সেই সময় মোবাইল চার্জার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে; তিনি ঘরে ঢুকতেই আগুনে ঝলসে যান।
একই সঙ্গে ঘরে থাকা তার মা ও দুই মেয়েও দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকার কারণে তারা দ্রুত বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রতিবেশী শরিফ মিয়া বলেন, ‘মোবাইল চার্জার বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায়। ঘরে সম্ভবত গ্যাস জমে ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিনের শরীরে ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে সবাইকে ইনস্টিটিউটের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, দগ্ধ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন