পটুয়াখালীর বাউফলে একটি অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নুরাইনপুর এলাকায় এমএবি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু।
অবৈধভাবে কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার এবং ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ইটভাটার ম্যানেজার তাপস পাল (৪২)–কে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, ‘পরিবেশ ছাড়পত্রসহ সব ধরনের অনুমোদন হালনাগাদ করার জন্য ভাটার মালিককে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীতে অভিযান চালিয়ে ওই ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন