পাকিস্তানে কারাগারে আটক সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই–এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) আদিয়ালা কারাগার পরিদর্শন শেষে এ ঘোষণা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
তথ্যমন্ত্রীর এই মন্তব্য আসার কয়েক ঘণ্টা পরই দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)–এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেন।
একটি টেলিভিশন টকশোতে তারার বলেন, ‘বন্দিদের সঙ্গে সাক্ষাৎ আইনের আওতায় হয়। বর্তমানে কোনো সাক্ষাৎ হচ্ছে না; সব ধরনের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। কারাগারের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারের এখনই উপযুক্ত সময়। তাই কোনো জেল সাক্ষাৎ কিংবা জড়ো হওয়ার সুযোগ দেওয়া হবে না।
ইমরান খান কারাগারে বসে রাজনীতি করেন- এমন অভিযোগ তুলে তারার আরও বলেন, ‘জেলের ভেতর থেকে কোনো শত্রুকে এজেন্ডা চালাতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন।’
২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং ৯ মে–এর দাঙ্গাসহ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই তিনি রাজনৈতিক চাপে রয়েছেন।
সরকারের অভিযোগ, ইমরান খান ইচ্ছাকৃতভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করতে চাইছেন এবং আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছেন।
আতাউল্লাহ তারার বলেন, ‘পাকিস্তানকে ঋণ খেলাপি করতে বাধ্য করার জন্য আইএমএফকে চিঠি পাঠানো হয়েছে। ৯ মে সামরিক স্থাপনায় হামলা হয়েছে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি।’
তিনি আরও বলেন, কারাগারের ভেতর থেকে কোনো ‘রাষ্ট্রবিরোধী আখ্যান’ প্রচার করার সুযোগ দেওয়া হবে না।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন