ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে বিএনপি নেতা কামাল জামান মোল্লার সমর্থকরা নমিনেশন ফেরতের দাবিতে এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিয়ে মশাল মিছিল করেছে। এ সময় দীর্ঘক্ষণ যান সৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৬ ডিসেম্বর) হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে শিবচরের রাজনৈতিক পরিস্থিতি। এর পর সন্ধ্যা ৫টার পর থেকেই শিবচর অংশে শত শত নেতাকর্মী মশাল হাতে স্লোগান দিতে দিতে সড়কে নেমে আসেন।
তারা দাবি জানান, ‘স্থগিত নমিনেশন অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।’ আকস্মিক এ অবরোধে সড়কে আটকে পড়ে বেশ কয়েকটি মালবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন। ফলে যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়।
এ সময় হাইওয়ে পুলিশের সদস্যরা যানবাহন ঘুরিয়ে দিতে বাধ্য হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালান।
হাইওয়ে পুলিশের ওসি গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৫টার পরপরই মশাল মিছিলের কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, আগে নমিনেশন দিয়ে পরে স্থগিত করে অন্যজনকে দেওয়া “অন্যায় সিদ্ধান্ত”, যা তারা কোনভাবেই মেনে নেবেন না। তাই তারা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে তাদের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত আছে। তবে তাদের দাবি না মানলে সারা রাত অবরোধ ঘোষণা দিতে পারেন কামাল জামান মোল্লা সমর্থকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন