চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত থেকে এক বাংলাদেশি সহযোগীসহ দুইজন ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপির টহলদল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল কাদির (৩০) ও দেলোয়ার হোসেন (৩৪) নামের দুই ভারতীয় গরু চোরাকারবারী এবং তাদের সহযোগী মো. মারুফ (১৭) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকদ্বয় ভারতের মালদা জেলার বৈষ্ণবপুর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিক মারুফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুই ভারতীয় চোরাকারবারী কাঁটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে ৪টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মো. ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করে।
পরবর্তীতে সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি পাওয়ায় তারা ভারত ফিরে যেতে না পেরে ৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে স্থানীয় সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া এলাকায় আত্মগোপন করে, যেখানে বিজিবির বিশেষ অভিযানে তারা আটক হয়।
আটককৃত ভারতীয় নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন করতে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক ভূমিকা পালন করছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন