বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে নিজেই মোনাজাত পরিচালনা করেন দলের ভাইস–চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আকুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পীরকাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ মাহফিল।
প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, ‘খালেদা জিয়া এমন একজন নেত্রী যাঁর স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। আমি দুই দিন হাসপাতালে গিয়ে ওনাকে দেখে এসেছি। ওনি যে ত্যাগ স্বীকার করছেন, তা শুধু অত্যাচার নয়। তাঁর নিজের বাড়ি থেকেও আওয়ামী সরকার তাঁকে জোরপূর্বক বের করে দিয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলেও রেখেছে। তারপরও তিনি আপোষ করেননি। তার রোগমুক্তির জন্য মুরাদনগরে ৫০০–র বেশি কোরআন খতম হয়েছে, অসংখ্য গরু-ছাগল সদকা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। দেশি–বিদেশি শত্রুরা নানা অপচেষ্টা করছে। আপনারা তাঁর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে জাতির সেবা করার তৌফিক দেন।’
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
মাহফিলে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দীন নয়ন ও মো. শরীফ খান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন ভুঁইয়া, শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব এবং উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, নাহিদ ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন