পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে বাগেরহাটের মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুসলিমপাড়ার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবলীগ নেতা মামুন শেখের বিরুদ্ধে জাহাজে চোরাচালানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক-জুয়া ও অবৈধ বালু ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে।
শেখ আল মামুনের আপন মামা সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রহমানের দাপটে মোংলাবন্দর এলাকা, পৌর শহর ও উপজেলাজুড়ে সন্ত্রাসের রামরাজত্ব গড়ে তুলেছিলেন। এতদিন মামুনসহ অন্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা আটক না হওয়ায় শহরের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে আটক যুবলীগ নেতা মামুনকে রোববার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে আটক যুবলীগ নেতা মামুনকে শনিবার রাতে পৌর শহরের তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। মামুনকে রোববার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’