ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চাঁদাবাজ দুই যুবককে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৯:১১ পিএম
আটককৃত দু্ই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। - রূপালী বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজী ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৩ আগস্ট) সকালে ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মালামাল উদ্ধারে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহায়তা করায় শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি ও জ্যাকি তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শনিবার সকালে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় জনতা ফকিরহাট বাজার থেকে ওই দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, আটক মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মাংস বিক্রেতা বাচ্চু শেখ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এছাড়া ভুক্তভোগী সাইফুল ইসলাম ও আব্দুল হালিমও চাঁদাবাজীর অভিযোগে মামলা করবেন বলে জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজীর অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রোববার (২৪ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।