ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল পালিত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৭:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি আসন বিলুপ্ত করে তিনটি আসনে রূপান্তরের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেয়। সকাল থেকেই কাটাখালি চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদর যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন, জেলা যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিম সমাদ্দার, জামায়াতের জেলা আমির মাও. রেজাউল করিম, নায়েবে আমির অ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে যদি বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল করা না হয়, তবে বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হবে।’

অবরোধ চলাকালে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এক পথচারী তরিকুল বলেন, নির্বাচন কমিশনের উচিত বাগেরহাটবাসীর যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা। তাহলে মানুষের দুর্ভোগ কমবে।