ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

টাইগ্রেসদের নিউজিল্যান্ডের ২২৮ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৭:২৯ পিএম
ছবি-সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ ম্যাচ জিততে হলে টাইগ্রেসদের করতে হবে ২২৮ রান।

শুক্রবার (১০ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করে নিউজিল্যান্ড। সুজি বেটসের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৫ রান তুলে কিউইরা। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট তুলো নিয়ে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক সোফি ডেভিন এবং ব্রুক হালিডে। এই দুজনের দৃঢ় জুটিতেই নিউজিল্যান্ডের ইনিংসে গতি আসে। দুজনই চমৎকার ফিফটি হাঁকান। ডেভিন ৮৫ বলে ৬৩ রান করে নিশিতা আক্তার নিশির শিকার হন। অন্যদিকে ব্রুক ১০৪ বলে ৬৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন ফাহিমা খাতুনের বলে।

শেষ দিকে কিউই ব্যাটাররা টাইগার বোলারদের কিছুটা এলোমেলো বোলিং এবং দুর্বল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দ্রুত রান তুলে স্কোরবোর্ডে ২২৭ রান জমা করেন। শেষ দিকে ৪ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন লিয়া তাহুহু।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে একাই শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।