ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

সৌদি প্রো লিগে যাচ্ছেন না ব্রুনো ফার্নান্দেস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৭:১৪ পিএম
ব্রুনো ফার্নান্দেস। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস সৌদি প্রো লিগে যোগ দেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করছেন না। ক্লাবটি জানিয়েছে, পর্তুগিজ মিডফিল্ডার ওল্ড ট্রাফোর্ডে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৯/২০ মৌসুমের মাঝপথে লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেওয়া ফার্নান্দেস তখন থেকে প্রতিনিয়ত খেলার সঙ্গে যুক্ত।

গত গ্রীষ্মে সৌদি আরবের কিছু ক্লাব বড় অর্থের প্রস্তাব নিয়ে আগ্রহ দেখালেও, ৩১ বছর বয়সী এই তারকা শেষ পর্যন্ত ইউনাইটেডেই থাকার সিদ্ধান্ত নেন।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ফার্নান্দেস বর্তমানে ক্লাব ছাড়ার বিষয়ে ভাবছেন না। তিনি ‘পূর্ণরূপে ক্লাবের জন্য প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে ডেবিউ করার পর থেকে ফার্নান্দেস ২৯৮ ম্যাচ খেলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এর মধ্যে সর্বশেষটি এসেছে চলতি মাসে চেলসির বিপক্ষে ২-১ জয় ম্যাচে।