ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

টসে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৩:৫০ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কিউই নারী দল।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। উদ্বোধনী ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা গেছে দুইটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন রিতুমনি ও সানজিদা আক্তার মেঘলা। তাদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সুমাইয়া ও নিশিতা আক্তার নিশি। ম্যাচ শুরুর আগে পেসার মারুফা আক্তারের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত খেলছেন তিনি।

বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, সুমাইয়া, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি