বাগেরহাটে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
‘নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’-এই স্লোগানে কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবীরা বাসিন্দাদের ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি সরিয়ে ফেলার আহ্বান জানান।
অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, জেলা ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, প্রোগ্রাম অফিসার মো. শামীম রেজা এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার নময় সাহা।
কর্মকর্তারা জানান, নিয়মিত সচেতনতা কার্যক্রম, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা- এই তিনটি উপাদানই ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন